মেলার শেষ সময়ে সিসিমপুর দেখতে হাজারো শিশু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

শেষ দিনগুলোতে আরও জমজমাট হয়ে উঠছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এ মেলা ঘিরে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার থাকছে ‘শিশু প্রহর’। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে তৈরি করা হয়েছে অস্থায়ী শিশু চত্বর। শুক্রবার ছুটির দিনে নেচে গেয়ে সিসিমপুর অনুষ্ঠান উদযাপন করেছে শিশুরা।

মেলার ২৪তম দিন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের গেটের প্রবেশমুখে শিশু চত্বরে গিয়ে শিশুদের সিসিমপুর অনুষ্ঠান উদযাপনের চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

প্রতি শুক্রবার ও শনিবার বেলা ১১টায় শুরু হয় অমর একুশে বইমেলা। শিশুদের জন্য শিশু চত্বরে সকাল-বিকেল ও সন্ধ্যায় থাকে শিশু প্রহর। যেখানে থাকে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর। মেলায় ঘুরে বেড়ানো আর বই কেনার পাশাপাশি শিশু চত্বরের সিসিমপুর মেলায় আসা শিশুদের বাড়তি আনন্দ দিচ্ছে। আর অনুষ্ঠান দেখতে এসেছে হাজারো শিশু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেলায় আসা শিশু নূর হাবিব সাহস জাগো নিউজকে বলে, অনেক মানুষ। মেলায় সিসিমপুর দেখার জন্য ভেতরে যেতে পারিনি। বাবার কাঁধে চড়েই সিসিমপুর দেখেছি। ভালো লেগেছে।

পুরান ঢাকার লালবাগ থেকে আসা সুপ্তিকা জাগো নিউজকে জানায়, সিসিমপুরের বন্ধুদের দেখে ভালো লেগেছে। অনেক মজা করেছি।

বাবা-মায়ের সঙ্গে সিসিমপুর দেখাতে আসা অর্নব পাল জানায়, বাবার কাঁধে চড়ে সিসিমপুর দেখে তার খুব ভালো লেগেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাসব্যাপী মেলার শেষ সময়ে অভিভাবকরাও তাদের সন্তানদের সিসিমপুর অনুষ্ঠান উপভোগ করতে নিয়ে এসেছেন।

রাজধানীর উত্তরা থেকে ছেলেকে নিয়ে আসা খন্দকার সফিকুল আলম জাগো নিউজকে বলেন, ছুটির দিনে ছেলেকে বইমেলায় নিয়ে এলাম। সকালে সিসিমপুর দেখানো ও কিছু বই কিনে দেওয়ার পাশাপাশি ঘুরে চলে যাবো। সকালে কিছুটা ভিড় কম থাকবে ভেবেছিলাম, কিন্তু আজ সিসিমপুরে অনেক ভিড় পেলাম।

বিজ্ঞাপন

আরএসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।