আসছে শফিক রিয়ানের তৃতীয় উপন্যাস

আসছে তরুণ কবি ও কথাসাহিত্যিক শফিক রিয়ানের ‘বিষাদের ছায়া’। এটি তার পঞ্চম বই এবং তৃতীয় উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন।
বইটি প্রকাশ করছে দুয়ার প্রকাশনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি রকমারি ডটকমসহ আগামী বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।
আরও পড়ুন: মিজানুর রহমান মিথুনের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’
এর আগে তার ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’, ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ নামে চারটি বই প্রকাশ হয়েছে।
নতুন বই সম্পর্কে শফিক রিয়ান জানান, ‘ভালো লাগা থেকেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় এবারও বই আসছে। আশা করি বরাবরের মতোই বইটি সবার ভালো লাগবে।’
এসইউ/জেআইএম