ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় বইমেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

‘আসুন আবার বই পড়ি, বই পড়া প্রজন্ম গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। ২২ সেপ্টেম্বর বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে ১০টি সরকারি প্রতিষ্ঠান ও ৫১টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৬১টি স্টল নিয়ে শুরু হওয়া বইমেলা শেষ হবে ২৮ সেপ্টেম্বর।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘এখন মানুষের বইপড়ার আগ্রহ একেবারেই কমে গেছে। নতুন প্রজন্মকে দেশ গঠনে অবদান রাখতে হলে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। এ বইমেলা বইপড়ার আগ্রহ জাগ্রত করবে।’

আরও পড়ুন: ‘বীরাঙ্গনা ১৯৭১’ বইয়ের পাঠচক্র

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদ আহমদ দুলাল, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হেদায়েতুল্লাহ।

আরও পড়ুন: দাঁড়িকমা বেস্টসেলার পুরস্কার তুলে দিলেন আনিসুল হক

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। এতে থাকছে কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের গল্প শোনা অনুষ্ঠান।

এছাড়া প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।