সজল চৌধুরীর গল্পগ্রন্থ ‘এক পাতার গল্প’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সজল চৌধুরীর গল্পগ্রন্থ ‘এক পাতার গল্প’। সামাজিক, থ্রিলার, হরর, রম্য, সায়েন্স ফিকশনসহ ভিন্ন ভিন্ন ঘরানার ৪৭টি গল্প নিয়ে সাজানো সংকলনটি প্রকাশ করেছে ভূমিপ্রকাশ।

প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। ৯৬ পৃষ্ঠার ক্রাউন সাইজের বইটির মূল্য ধরা হয়েছে মাত্র ২৫০ টাকা। বইমেলায় ভূমিপ্রকাশের ৩০৬-৩০৭ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে বলে প্রকাশক জাকির হোসেন জানান। এছাড়া অনলাইন বুকশপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন
শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের নতুন ৩ বই

লেখক সজল চৌধুরী জানান, বইটির বেশিরভাগ গল্প এক পাতার (দুই পৃষ্ঠার)। এগুলোকে কেতাবি ভাষায় মাইক্রো ফিকশন বা খুদে গল্প বলা হয়। এসব খুদে গল্প লেখার শুরু ২০১৪ সাল থেকে। বিগত প্রায় দশ বছর ধরে জমানো প্রায় সবগুলো গল্প মিলিয়ে তৈরি হয়েছে বইটি।

‘এক পাতার গল্প’ সজল চৌধুরীর প্রথম একক গল্পগ্রন্থ ও দ্বিতীয় বই। ২০১৮ সালের বইমেলায় থ্রিলার সায়েন্স ফিকশন ‘পলাতক’ প্রকাশিত হলে তা সমাদৃত হয়। পাঠকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় নতুন বইটি নিয়েও আশাবাদী এ তরুণ লেখক।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।