বইয়ে পাওয়া যাবে প্রযুক্তির ছোঁয়া


প্রকাশিত: ০৩:১০ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

বইমেলার প্রাণ নতুন বই বদলে যাচ্ছে প্রযুক্তির বদৌলতে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে প্রকাশনার বিভিন্ন কাজ। মুদ্রণ, সম্পাদন, নকশা আর কারিগরিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।  

ঝকঝকে নতুন বই, বইমেলার মূল সৌন্দর্য। তবে, এর পেছনের গল্প বেশ দীর্ঘ। অবশ্য কম্পিউটারের ব্যবহার প্রকাশনা শিল্পের ঝক্কি ঝামেলা অনেকটাই কমিয়ে দিয়েছে।

ম্যাগনাম ওপাস প্রকাশক আনোয়ার ফরিদী বলেন, `আগে লেটার প্রেসে শিশা কস্পোজ করা হতো। পরে সেটা হয়ে গেলো টাইপ রাইটারের মতো, এখন শিট নিয়ে ট্রেসিং বের করে প্লেট তৈরি করে তারপর প্রিন্টে নিয়ে যাওয়া হয়।`

উৎস প্রকাশনের প্রকাশক, মোস্তফা সেলিম বলেন, `সব মানুষই এখন নিজেই কম্পিউটারে টাইপ করেন ফলে অধিকাংশ লেখকের কাছতেই সফট কপিটি পাই। আর সফট কপিটি পেলে খুব দ্রুত একটি বই প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করতে পারি।`

পাণ্ডুলিপি প্রস্তুত আর সম্পাদনা তো বটেই, বইয়ের ডিজাইন, ছবি ও প্রচ্ছদে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া।     

সময় প্রকাশনের প্রকাশক, ফরিদ আহমদ বলেন, `গ্রাফিক্সের যে উন্নত আপগ্রেড ভার্সন আছে, সেগুলো আমরা ব্যবহার করছি। আমাদের প্রচ্ছদ তৈরিতে আমাদের বইয়ের ভেতরে রঙ্গিন ছাপানোর কাজে এগুলো ব্যবহার করে থাকি।`

তবে, বই বাঁধাইয়ের ক্ষেত্রে উন্নত বিশ্ব যেখানে যন্ত্রের সাহায্যে `পেপারব্যাক` নামের সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করে থাকে, সেখানে আমাদের দেশে পাঠকপ্রিয়তা আর ঐতিহ্যের কারণে এখনো বই বাধাই করা হয় হাতে হাতে।
 
ফরিদ আহমদ বলেন, `পেপারব্যাকে বই বাঁধলে অবশ্যই খরচ কমে। কিন্তু আমাদের পাঠকরা পেপারব্যাকটাকে খুব একটা গ্রহণ করে না।`

মোবাইল আর ইন্টারনেটের কল্যাণে হাজার হাজার বই রাখা যায় হাতের মুঠোয়। আর সে বিষয়টি বিবেচনা করে মেলায় থাকছে ই-বুক।

চড়ুই ডট কমের সিইও, মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, `যেকোন ডিজিটাল ডিভাইসে যেমন ট্যাবলেট পিসি হোক বা মোবাইলে আমাদের অ্যাপসটা দিয়ে দেবো সেখানে বই আকারে পড়তে পারবে।`

বদলে যাচ্ছে সময়। আর সময়ের সাথে সাথে বদলাচ্ছে পাঠকের রুচি, পাঠকের চাহিদা। তার সাথে তাল মিলিয়ে প্রকাশকেরা বইতে আনছেন নানা ধরনের পরিবর্তন। এই পরিবর্তনকে স্বাগত জানাবেন পাঠকরা এমনটাই আশা প্রকাশকদের।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।