‘তারা ও জয় : শারীরিক সুরক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন করা হলো শিক্ষক ও সমাজকর্মী ফারিন দৌলাহর ‘তারা ও জয় : শারীরিক সুরক্ষা’ বইয়ের। ১১ এপ্রিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন কার্টুনিস্ট ও শিশুসাহিত্যিক আহসান হাবীব, গবেষক রঞ্জনা বিশ্বাস, চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ।
কার্টুনিস্ট ও শিশুসাহিত্যিক আহসান হাবীব বলেন, ‘কন্টেন্টের পাশাপাশি বইটির ছবিগুলো যথেষ্ট মনোমুগ্ধকর। যা শিশুদের আকর্ষণ করবে। বইয়ের আরেকটি ভালো দিক হলো- বইটির বাংলা-ইংরেজি দুটি সংস্করণই প্রকাশ করা হয়েছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।’
গবেষক রঞ্জনা বিশ্বাস বলেন, ‘আমরা এমন একটি সমাজে বাস করছি; যেখানে ঘুমানোর সময়ও বাচ্চাদের ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়াই। এর মাধ্যমে একটি বাচ্চা ভীতু এবং আত্মবিশ্বাসহীন হিসেবে তৈরি হয়। শিশুদের জন্য এরকম নানা বিষয়ে কাজ হওয়া প্রয়োজন।’
চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, ‘প্রতিদিনই পত্রিকার পাতায় শিশু-ধর্ষণের সংবাদ পড়ছি। কিন্তু শিশুদের এবং বাবা-মাদের সচেতন করতে পারে, সেই পরিমাণ কাজ হচ্ছে না। আমি মনে করি, এসব বিষয় নিয়ে আরও বই হওয়া উচিত।’
বইয়ের লেখক ফারিন দৌলাহ বলেন, ‘তারা ও জয়’ মূলত একটি সিরিজ। এ সিরিজের প্রথম বই শারীরিক সুরক্ষা। আগামীতে হয়তো আমি বুলিং, ইমোশনাল ইন্টেলেজেন্সির মত বিষয়গুলো নিয়ে কাজ করব।’
‘ওয়ান সার্কেল’র সহযোগিতায় বইটি প্রকাশ করেছে সেইবই। অলংকরণ করেছেন তাসনিয়া সাখাওয়াত অরণা। বাংলা এবং ইংরেজি যেকোনো সংস্করণের মূল্য ১৭৫ টাকা। অনলাইন শপের পাশাপাশি বইটি কেনা যাবে এর ফেসবুক পেজ থেকে। হার্ড কপি ছাড়াও ই-বুক ভার্সন পাওয়া যাবে সেইবইয়ের অ্যাপে।
এসইউ/এমএস