বইমেলায় জয়িতা শিল্পীর ‘১৯৭১ সম্ভ্রমের স্বাধীনতা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৬ মার্চ ২০২২

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে র‍্যাব-৪ এর পুলিশ সুপার জয়িতা শিল্পীর লেখা বই ‘১৯৭১ সম্ভ্রমের স্বাধীনতা’।

এটি জয়িতা শিল্পীর নবম প্রকাশনা। বইটি পাওয়া যাবে বইমেলার ৫২০ ও ৫২১ নম্বর স্টলে। প্রকাশ করছে পারিজাত প্রকাশনী।

জয়িতা শিল্পী জানান, বইটি মূলত লেখা হয়েছে ময়মনসিংহ জেলার বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে। এটি বীরাঙ্গনাদের সাক্ষাৎকারের আলোকে লেখা।

জয়িতা শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স ও মাস্টার্স করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলোজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স করেন।

কলেজ জীবন থেকেই লেখালেখিতে হাতেখড়ি জয়িতা শিল্পীর। শিক্ষাজীবনে খণ্ডকালীন চাকরি, কলেজে শিক্ষকতা, এনজিওসহ বিভিন্ন পেশায় জড়িত ছিলেন।

এএএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।