কিংবদন্তীর তৃতীয় বর্ষপূর্তিতে বিশেষ অফার
২০২০ সালের ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় কিংবদন্তী পাবলিকেশন। এরই মধ্যে বইয়ের মান ও প্রকাশনার দিক থেকে ব্যাপক প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি। বইমেলা ও রকমারিতে বই বিক্রির রেকর্ডও করেছে খুব অল্প সময়েই।
এবার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে পাঠকদের জন্য সাজানো হয়েছে বর্ষপূর্তি অফার প্যাকেজ।
২,০০০ টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পাঁচটি বই পাওয়া যাবে ১,০০০ টাকায়। বইগুলো লিখেছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই, তাসরিফ খান, অভিনয়শিল্পী ফারুক আহমেদ, আশনা হাবিব ভাবনা এবং পরিচালক কাজী হায়াৎ।
বিশেষ অফারটি চলবে ৩-৬ জানুয়ারি পর্যন্ত। ডেলিভারি শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। ডেলিভারি চার্জ ফ্রি। অর্ডার করতে কিংবদন্তী পাবলিকেশন পেজের ইনবক্সে নক করতে হবে।
এ ব্যাপারে প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘প্রকাশনী আর পাঠকদের মধ্যে সম্পর্কটা খুব কাছের। পাঠকদের কাছে বই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই প্রকাশনীর আবির্ভাব। তাই পাঠকদের সঙ্গে নিয়েই হোক কিংবদন্তী পাবলিকেশনের বর্ষপূর্তি উদযাপন।’
এসইউ/জিকেএস