বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে শিশুদের নিয়ে মেলায় অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর মুগদায় স্ত্রী ও ছেলে জায়ানকে নিয়ে থাকেন জাকির হোসাইন। সরকারি চাকরি করায় সাপ্তাহিক ছুটির দিন ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পান না। তাই শুক্রবার ও শনিবার এলেই স্ত্রী-সন্তানকে নিয়ে বের হন। বছরের অন্য সময়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। তবে বইমেলা শুরুর পর থেকে প্রতি শুক্র বা শনিবার এখানেই আসছেন। ছেলেকে বইয়ে প্রতি আগ্রহ বাড়াতে মেলায় আসছেন বলে জানান বাবা জাকির হোসাইন।

জায়ানের মতো আরও অনেক শিশু মেলায় এসেছে। উন্মুক্ত স্থান পেয়ে যেমন তারা স্বাধীনভাবে চলতে পারছে, আবার নানা বয়সী মানুষ দেখে উপভোগ করছে। এরই মধ্যে নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় শিশু চত্বরে অভিভাবকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা যায়।

অমর একুশে বইমেলার আজ ১৮তম দিন। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টায় শুরু হয় বইমেলা। শিশুদের জন্য শিশু চত্বরে সকাল-বিকেল ও সন্ধ্যায় থাকে শিশুপ্রহর। এ সময়ে শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে, যা বইমেলায় আসা শিশুদের বাড়তি আনন্দের খোরাক যোগায়। মেলায় ঘুরতে আসা শিশুরা টুকটুকি, হালুম, ইকরি, শিকুদের সঙ্গে মেতে উঠে আনন্দে। এ সময় শিশুদের নতুন বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিভাবকরা।

রাজধানীর আজিমপুর থেকে মেয়েকে নিয়ে আসা ফেরদৌসী রহমান জাগো নিউজকে বলেন, মেলায় ঘোরাঘুরির পাশাপাশি মেয়ের জন্য কিছু বই কিনতে আসলাম। ছবি দেখে যেন শিখতে পারে।

ছেলে নাফিজকে নিয়ে আসা নুরুন্নাহার আক্তার জাগো নিউজকে বলেন, ছেলে আঁকতে পছন্দ করে। বইমেলায় এর ওপরে নতুন বই কিনে দিতেই এলাম।

ছোট বোনকে মেলায় নিয়ে আসা জান্নাতুল নাঈম জাগো নিউজকে বলেন, মেলায় ছোট বোনের জন্য কয়েকটি ইংরেজি গল্পের বই কিনতে এসেছি। সব ধরনের বইই সে পছন্দ করে।

আরএসএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।