রণবীরের বউ হিসেবে যাকে চেয়েছিলেন তার দাদা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৮ এপ্রিল ২০২৫

দাদু শাম্মী কাপুরের সঙ্গে দারুণ জমজমাট ছিল রণবীর কাপুরের সঙ্গে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয়ও করেছিলেন শাম্মী কাপুর। তার মৃত্যুর পর ছবিটি মুক্তি পায়। নিজের চোখে দাদা-নাতির একসঙ্গে অভিনয়টা দেখে যেতে পারেননি তবে।

এবার প্রকাশ হলো দাদা-নাতির নতুন গল্প। শাম্মী কাপুর একসময় চেয়েছিলেন রণবীর কাপুরের সঙ্গে বলিউডের বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিয়ে হোক। তখন দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্কটাও বেশ ভালো।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে শাম্মী কাপুরের পুরনো সাক্ষাৎকার। সেখানে তাকে রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি, ‘ও (দীপিকা) কিছুদিন সিঙ্গেল থাকবে, তারপর আমি ওকে বলবো রণবীরকে বিয়ে করতে। ওরা দারুণ একটা জুটি হবে। ও লম্বা, রণবীরও লম্বা। ও সুন্দরী, রণবীরও সুদর্শন।’

তখনই অনুমান করা হয়েছিল যে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন সেই সময় প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও পরবর্তীতে দুজনেই আলাদা হয়ে যান এবং রণবীর পরে আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর দীপিকা বেছে নিয়েছেন রণভীর সিংকে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।