বলিউড অভিনেতা মহেশ আনন্দ আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯
গোবিন্দার সঙ্গে মহেশ আনন্দ

বলিউড অভিনেতা মহেশ আনন্দ মারা গেছেন। গতকাল শনিবার (৯ ফেব্রুয়ারি) মুম্বইয়ের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মহেশ আনন্দের বয়স হয়েছিল ৫৭ বছর।

তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। হার্ট অ্যাটাকে না কি অন্য কোনো কারণে মহেশ আনন্দ মারা গেছেন- তা জনতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

গত শতকের নব্বইয়ের দশকে বিভিন্ন হিন্দি ছবিতে খল চরিত্রে দেখা গিয়েছিল মহেশ আনন্দকে। এ সময় বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন তিনি।

মহেশ আনন্দ অভিনীত অন্যতম সিনেমাগুলো হলো- শাহেনশাহ, মজবুর, স্বর্গ, থানাদার, বিশ্বত্মা, গুমরাহ, খুদদার, বেতাজ বাদশা, বিজেতা, কুরুক্ষেত্র ইত্যাদি।

এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।