দেশে ফিরেছেন ইরফান, শুটিং নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

দীর্ঘ দিন লন্ডনে চিকিত্সা শেষে দেশে ফিরেছেন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। দেশে ফিরলেও তার কাজে ফেরা নিয়ে গুঞ্জন রয়েছে।

ইরফান খান ‘হিন্দি মিডিয়াম ২’-এর শুটিং স্পটে গিয়েছিলেন বলে বলা হলেও না সত্য নয় বলে দাবি করছে অন্য একটি সূত্র।

বিজ্ঞাপন

ইরফানের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ‘ইরফান মুম্বইতে এসেছেন। কিন্তু ওকে নিয়ে প্রচুর ভুয়া খবরও ছড়াচ্ছে। হিন্দি মিডিয়াম ২-এর শুটিং চলছে ঠিক। কিন্তু ইরফান শুটিং করবেন কি না, তা এখন নিশ্চিত নয়।’

২০১৭ সালের ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান এবং পাক অভিনেত্রী সাবা কামার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সিক্যুয়েলেও ইরফানকেই কাস্ট করার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ইরফান খান করবেন কি না -তা ঠিক ছিল না। তবে লন্ডনে ইরফান খান চিত্রনাট্য পড়ে শুটিং করতে রাজি হয়েছিলেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ইরফান খানের অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারওয়া’।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।