করোনা আক্রান্ত কঙ্গনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৮ মে ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (৭ মে) করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শনিবার (৮ মে) ইনস্টাগ্রামে নিজেই তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন কঙ্গনা।

ইনস্টাগ্রামে কঙ্গনা বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

আনন্দবাজার পত্রিকা জানায়, পরীক্ষা কারানোর আগে হালকা জ্বর হয়েছিল কঙ্গনার। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি, সঙ্গে ছিল চোখ জ্বালা। এ কারণে হিমাচলে নিজের বাড়ি যাওয়ার আগে করোনা পরীক্ষা করান। আর তাতেই শরীরে করোনা ধরা পড়ে। এখন তিনি আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন।

করোনা আক্রান্তের খবরের পাশাপাশি তিনি আরও জানান, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। সবাইকে উপদেশ দিয়ে বলেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসকে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।’

ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।