এবার সিনেমার মঞ্চে বিশেষ মর্যাদায় ফুটবলের দেশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৮ মে ২০২৫

২০২২ সালের ২ মে সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী পালন করেছিল বিশ্ব-চলচ্চিত্র। তাকে সম্মান জানাতে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে রাখা হয় ‘ইন্ডিয়া অ্যাস কান্ট্রি অফ অনার’ নামক একটি বিশেষ বিভাগ। এরপর থেকে প্রতি বছর ‘কান্ট্রি অফ অনার’ নামের বিভাগে একটি দেশকে বিশেষ সম্মান জানানো হয়।

যেখানে ২০২৩ সালে স্পেন ও গেল বছরে সুইজারল্যান্ড পেয়েছিল ‘কান্ট্রি অফ অনার’। সেই ধারাবাহিকতায় এবার কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’-এ ‘কান্ট্রি অব অনার’ হিসেবে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি।

আসছে ১৩ থেকে ২১ মে পর্যন্ত চলবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের এই আয়োজন। সেখানে ব্রাজিলকে ঘিরে থাকছে নানা কর্মসূচি। উৎসবে উপস্থিত থাকবেন ব্রাজিলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মার্গারেথ মেনেজেস। একটি বিশেষ প্যানেল আয়োজন করা হবে ব্রাজিলের অডিওভিজুয়াল ইকোসিস্টেম নিয়ে। এছাড়া ‘কো-প্রোডাকশন ডে’-তে দশজন ব্রাজিলিয়ান প্রযোজককে যুক্ত করা হবে ফরাসি অংশীদারদের সঙ্গে। থাকবে কিউরেটেড মিটিংও।

২০২২ সালের ২ মে সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী পালন করেছিল বিশ্ব-চলচ্চিত্র

প্রতি বছর অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়লেও এবার ব্রাজিলিয়ান শিল্পীদের অংশগ্রহণ ৫০% বাড়বে বলে জানিয়েছেন কান উৎসব কর্তৃপক্ষ। মার্শে দ্যু ফিল্মের নির্বাহী পরিচালক গিলিয়াম এসমিওল জানিয়েছেন, ‘ব্রাজিল এখন চলচ্চিত্রের জন্য লাতিন আমেরিকার শীর্ষ অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করছে। তাদের আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে অংশগ্রহণ বেড়েই চলেছে।’

উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী মার্গারেথ মেনেজেস। তিনি বলছেন, ‘লুলা সরকারের অধীনে সংস্কৃতি এখন একটি অর্থনৈতিক ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কর্মসংস্থান, আয় এবং প্রতিযোগিতা সৃষ্টি করতে পারছে। কানে এই মর্যাদার অংশগ্রহণের মাধ্যমে আমরা নতুন আন্তর্জাতিক কো-প্রোডাকশন উদ্যোগ তুলে ধরব। ৩৩ জন চলচ্চিত্রকর্মীকে এবার আমরা কানে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছি।’

চলতি বছর ওয়াল্টার সালেস পরিচালিত ‘আই’ম স্টিল হিয়ার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অস্কার জয় করে ব্রাজিল। এরপর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দাপট দেখাচ্ছে ফুটবলের জন্য বিখ্যাত দেশটি। তারই ধারাবাহিকতায় এবারের কান চলচ্চিত্র উৎসবের পুরো আয়োজনেই থাকবে ব্রাজিলের সক্রিয় অংশগ্রহণ।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।