কানে দুর্ঘটনায় আহত জাপানি প্রযোজক, নিরাপত্তা ও তদন্তের দাবি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২০ মে ২০২৫

কান চলচ্চিত্র উৎসবে একটি পাম গাছ পড়ে আহত হয়েছেন জাপানি চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’-এর এক প্রযোজক। এ ঘটনার পরপরই ছবির প্রযোজনা সংস্থা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে।

ফ্রান্সের কান শহরে ঘটনাটি ঘটে ১৭ মে শনিবার, স্থানীয় সময় দুপুরের দিকে। উৎসবের পরিচালকরা ফোর্টনাইট বিভাগের একটি অফিসিয়াল ইভেন্টে অংশ নিতে বুলেভার্দ দে লা ক্রোয়াসেতের সমুদ্রতীরবর্তী প্রমেনাড ধরে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই কয়েক মিটার উঁচু একটি পাম গাছ হঠাৎ ভেঙে পড়ে। গাছটি গিয়ে পড়ে ‘লেসপ্রস’-এর এক প্রযোজকের ওপর। যিনি তখন অভিনেতাদের সঙ্গে ছিলেন।

ঘটনার পরপরই আহত প্রযোজককে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নাক ও শরীরের কয়েকটি স্থানে ফ্র্যাকচার ধরা পড়ে। তবে তিনি সচেতন ছিলেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘এখনও পর্যন্ত আমরা উৎসব আয়োজক বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাইনি। দুর্ঘটনাটি যেহেতু উৎসব চলাকালীন একটি জনবহুল এলাকায় ঘটেছে তাই আমরা দ্রুত তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’ পরিচালনা করেছেন উদীয়মান নির্মাতা ইউইগা ডানজুকা। ছবির কাহিনি আবর্তিত হয়েছে টোকিও শহরের রূপান্তরমুখী আকাশরেখার পটভূমিতে। সেখানে দুই ভাইবোন তাদের হারিয়ে যাওয়া মায়ের শূন্যতা ও বহুদিন পর ফিরে আসা বিখ্যাত স্থপতি বাবার সঙ্গে সম্পর্কের জটিলতা সামলানোর চেষ্টা করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কান উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।