টম ক্রুজে মুগ্ধ যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৫ জুন ২০২৫

‘ব্যালারিনা’ সিনেমার প্রিমিয়ারে এসে সহ-অভিনেতা টম ক্রুজের ভূয়সী প্রশংসা করলেন কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস। মঙ্গলবার রাতে হলিউডের বিখ্যাত টিএলসি চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সেখানে আনা টমের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘এটা অবিশ্বাস্য, টম ক্রুজ নিজে থেকে ‘ব্যালারিনা’ ছবির প্রশংসা করেছেন।’

আনা দে আরমাস আরও বলেন, ‘উনি শুধু আমাদের সিনেমার নয়, সব সিনেমার পক্ষেই দাঁড়ান। তিনি চান সিনেমা ইন্ডাস্ট্রি ভালো করুক, মানুষ আবার হলে ফিরে আসুক। এখন আমরা একসঙ্গে কাজ করছি। তিনি ‘ব্যালারিনা’ দেখেছেন এবং খুব পছন্দ করেছেন। ‘জন উইক’ সিরিজটাও উনার ভীষণ পছন্দের।’

টম ক্রুজ বর্তমানে নিজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ নিয়ে প্রচারণায় ব্যস্ত। সেখান থেকেই তিনি ‘ব্যালারিনা’ নিয়ে বলেছিলেন, ‘আমি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজিটাকে ভালোবাসি। তারা যে পরিশ্রম করে এই ধরনের গল্প তৈরি করে, সেটা আমি বুঝি। আর এখন আনার 'ব্যালারিনা' আসছে। এটা দুর্দান্ত কিছু হতে যাচ্ছে।’

আনা দে আরমাস বলেন, ‘টম ক্রুজের মতো কেউ যখন একটি সিনেমার পাশে দাঁড়ান, তখন সেটা বিশেষ কিছু হয়ে ওঠে। একজন তারকার পক্ষ থেকে এই সমর্থন সত্যিই হৃদয়ছোঁয়া। শিল্পীদের একে অন্যকে সমর্থন করা উচিত। আমরা সবাই মিলে ভালো করতে পারি।’

‘ব্যালারিনা’ ছবির গল্প আবর্তিত হয়েছে ‘জন উইক ৩’ ও ‘জন উইক ৪’-এর মাঝামাঝি সময়কে ঘিরে। এতে আনা অভিনয় করেছেন একজন খুনি চরিত্রে। তাকে ‘রুস্কা রোমা’ সংগঠনের নিয়মে প্রশিক্ষণ দেওয়া হয়। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি পথে নামেন।

অ্যাকশন ঘরানার এই ছবিতে নিজেই বেশিরভাগ স্টান্ট করেছেন আনা। অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় ব্যথা পেয়েছি। হাত, নখ, ঘাড়... সারা শরীর জুড়ে ছিল চোট। কিন্তু সত্যি বলতে, ব্যাপারটা বেশ মজার ছিল।’

‘ব্যালারিনা’ যে শুধু 'জন উইক' ভক্তদের নয়, অ্যাকশনপ্রেমীদের কাছেও এক নতুন রোমাঞ্চ হয়ে উঠবে, সে আশা করছেন সবাই।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।