ঈদে ইত্যাদির চমক হাবিব ও প্রীতম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৩ মার্চ ২০২৫

বাংলা সংগীতের জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। নিজের গান করেন, অন্যদের দিয়েও করান। নতুনদের সুযোগ দিয়ে যেমন তারকা তৈরিতে ভূমিকা রেখেছেন তেমনি সংগীতাঙ্গনে তিনি এনেছেন বৈচিত্র্য। তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক এ প্রজন্মের তারকা প্রীতম হাসানের।

এতদিন একসঙ্গে কাজ করলেও একত্রে কোনও গান করেননি তারা। সেই গ্যাপ কেটে যাচ্ছে আসছে ঈদে প্রচার হতে যাওয়া ম্যাগাজিন অনুষ্ঠান ‌‘ইত্যাদি’র হাত ধরে। সেখানে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সংগীত তারকা। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

গানটির শুটিং হয়েছে একটি দৃষ্টিনন্দন স্থান, চারপাশে লেকের আবহে। সেখানে প্রায় পাঁচ হাজার দর্শকের উপস্থিতিতে হাবিব ও প্রীতম মঞ্চে নেচে-গেয়ে দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন। গানটির একটি অংশ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়েছে।

এই বিশেষ ‘ইত্যাদি’ পর্বটি ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে, বাংলা সংবাদের পর।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।