নিলাম জিতে নিলেন টেলর সুইফট


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

অভিনয় করার সময় হিউ যে টি-শার্ট পরেছিলেন, সেটাই নিলামে তোলা হয় সম্প্রতি। হিউয়ের ব্রডওয়ে শো `দ্য রিভার` দেখতে গিয়েছিলেন টেলর সুইফট। তার পরেই অংশ নেন নিলামে।  টি-শার্টটি কিনতে ৬ হাজার মার্কিন ডলার গুনতে হয়েছে তাকে।

এ বছর সুইফটের `ব্ল্যাক স্পেস` এবং `শেক ইট অফ` গান দুটো টপচার্টের শীর্ষে অবস্থান করছে। তার নতুন অ্যালবাম `নাইনটিন এইটি নাইন` এ গান দুটোর কারণে টেলর ২০১৪ সালের শীর্ষ গায়িকার তকমা জেতেন। পপ গান `শেক ইট অফ` সিঙ্গেলস হিসেবে প্রকাশের পরপরই সাড়া জাগিয়েছে বিশ্বসঙ্গীতাঙ্গনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।