ইতালিতেও হাউজফুল চলছে শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

ইতালির রোমের পর এবার ভেনিসেও ঝড় তুলেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। গেল মঙ্গলবার রাতে ভেনিসের আইএমজি কান্দিনি থিয়েটারে প্রদর্শিত হয় ছবিটি। সেখানে উপচে পড়া দর্শকের ভিড়ে হিমশিম খেতে হয় আয়োজকদের।

পরিবেশক ধামাকা বাংলা মুভিজ ইতালি সূত্রে জানা যায়, টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই শো হাউজফুল হয়ে যায়। অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন।

সবার অনুরোধে আবারও ৪ মে সন্ধ্যায় আরেকটি শো রাখা হয়েছে। সেটাও হাউজফুল যাবে বলেই আশা করছেন আয়োজকরা।

ধামাকা বাংলা মুভিজ ইতালি জানায়, ‘ভেনিসে প্রচুর শাকিবিয়ান আছে। সাধারণত অন্য ছবির ক্ষেত্রে আগে রিভিউ দেখে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু শাকিব খানের সিনেমা হলে তা হাউজফুল নিশ্চিত। প্রিয়তমার সময়ও অনেকে ফ্লোরে বসে সিনেমা দেখেছিলেন। এবারও সেই চিত্র দেখা গেছে।’

‘বরবাদ’ ইতালির বাইরে বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে। সেখানে দর্শকদের আগ্রহে শো বাড়াতে হচ্ছে। খুব শিগগিরই সিনেমাটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক ও মধ্যপ্রাচ্যে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

‘বরবাদ’-এর এই আন্তর্জাতিক সফলতা প্রমাণ করে দেশীয় সিনেমা এখন বিশ্বব্যাপী বাঙালিদের হৃদয়ে স্থান করে নিচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য ও মানব সাচদেভ।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।