মেট গালায় মাতৃত্বকালীন সৌন্দর্য ছড়ালেন কিয়ারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৬ মে ২০২৫
কিয়ারা আদভানি

বলিউড তারকা কিয়ারা আদভানি মেট গালার লাল গালিচায় প্রথমবার পা রাখলেন। সেই সঙ্গে প্রকাশ্যে প্রথমবারের মতো মাতৃত্বকালীন সৌন্দর্য তুলে ধরলেন ফ্যাশন দুনিয়ার গুরুত্বপূর্ণ আসরে। গৌরব গুপ্তের ডিজাইন করা দৃষ্টিনন্দন পোশাকে তিনি হাজির হয়েছেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেট গালায়।

একটি স্বর্ণের ব্রেস্টপ্লেটে মাতৃত্ব ও নারীশক্তির প্রতীককে বিশেষ বার্তা করে তুলে ধরেছিলেন কিয়ারা। মেট গালার এবারের থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্ট্যাইল’। পোশাকের ড্রেস কোড ছিল ‘টেইলরড ফর ইউ’।

নিজের পোশাক নিয়ে কিয়ারা বলেন, ‘এই সময়ে একজন শিল্পী ও হবু মা হিসেবে মেট গালায় উপস্থিত হওয়া আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। আমার স্টাইলিস্ট আনাইতা যখন ডিজাইনার গৌরবের সঙ্গে যোগাযোগ করেন, তখন তিনি এই পোশাকটি তৈরি করেন। আমরা এর নাম দিয়েছি ‘ব্রেভহার্টস’। এটি মাতৃত্ব এবং নারীর রূপান্তরের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’

গৌরব গুপ্ত বরাবরই তার কাজের মাধ্যমে স্কাল্পচারাল ডিজাইন এবং অতীত-ভবিষ্যতের ফিউশনকে তুলে ধরেন। তার ডিজাইনগুলো আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত। বিয়ন্সে, কিম কার্দাশিয়ান, মিন্ডি ক্যালিংসহ অনেক তারকা তার নকশা করা পোশাক পরেছেন। কিয়ারা এর আগেও তার ডিজাইন পরেছেন। কিন্তু এই মেট গালার পোশাকটিকে জীবনের সবচেয়ে সুন্দর এবং বিশেষ বলে মনে করছেন অভিনেত্রী।

মেট গালায় মাতৃত্বের সৌন্দর্য ছড়ালেন কিয়ারা

কিয়ারা হলেন চতুর্থ বলিউড অভিনেত্রী যিনি মেট গালার সিঁড়িতে হাঁটলেন। এ বছর মেট গালায় হাজির হয়েছেন শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপরা। দেখা যাবে না দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে।

জানা গেছে, মেট গালার একদিন আগে কিয়ারা ও তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা নিউ ইয়র্কে পৌঁছান। সিদ্ধার্থকে জিমে দেখা যায়। পরে ব্রডওয়ের জনপ্রিয় ‘ডেথ বিকামস হার : দ্য মিউজিক্যাল’ শোতে অংশ নেন তিনি। অন্যদিকে কিয়ারা তার হোটেল কক্ষের এক-ঝলক শেয়ার করেন। সেখানে গোলাপ ফুল, একটি পোশাক আকৃতির কেক, ‘দ্য মেট গালা’ শিরোনামের বই ও চকলেট দেখা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই দম্পতি প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন ইনস্টাগ্রামে।

এলআইএ/জেআইএম/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।