১৩ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ল টুটুল চৌধুরীর ‘হিসাব’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৭ মে ২০২৫
‘হিসাব’ শর্টফিল্মের একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে টুটুল চৌধুরী।

মাত্র দেড় মাসে শুধুমাত্র ফেসবুক প্লাটফর্মে সোয়া কোটিরও বেশি (১৩ মিলিয়ন) ভিউয়ের রেকর্ড গড়ল টুটুল চৌধুরী অভিনীত শর্টফিল্ম ‘হিসাব’। ১৫ মিনিট ব্যাপ্তির এ শর্টফিল্মটি গত ৩১ মার্চ টুটুল চৌধুরীর নিজস্ব ফেসবুক পেজে আপলোড করা হয়। এরপরই এর ভিউ দ্রুত গতিতে বাড়তে থাকে। মূলত মানবিক গল্পের কারণে দর্শকরা এটি লুফে নিয়েছে। গত ১৫ মে পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে দেড় লাখ। কমেন্টস করেছেন ১৫ হাজার দর্শক।

‘হিসাব’ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা টুটুল চৌধুরী বলেন, ‘এক দম্পতির জীবন সংগ্রাম ও তাদের শিশু সন্তানের গভীর জীবনবোধের চিত্র এতে তুলে ধরা হয়েছে। শহুরে জীবনে বাবা-মায়েরা কর্মস্থলে সময় দিতে গিয়ে সন্তানদের পর্যাপ্ত সঙ্গ দিতে পারেন না। এতে সন্তানরা নিঃসঙ্গতার পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভোগে। এর গল্পে শিশুসন্তানের প্রতি বাবা-মাকে আরও হৃদয়বান ও বন্ধুত্বপ্রবণ হওয়ার ম্যাসেজ দেওয়া হয়েছে। শর্টফিল্মটি দর্শকরা প্রশংসার সঙ্গে গ্রহণ করায় নিজের কাছে খুব ভালো লাগছে।’

১৩ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ল টুটুল চৌধুরীর ‘হিসাব’

টুটুল চৌধুরী আরও জানান, শর্টফিল্মটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাইশা, পুতুল প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন আরিফুর রহমান নিয়াজ।

এদিকে সম্প্রতি ‘কানামাছি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন টুটুল চৌধুরী। এটির শুটিং ও এডিটিং শেষ হয়েছে। বর্তমানে এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে ‘আবার’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। এটি পরিচালনা করছেন অঞ্জন আইচ। তাছাড়া তার অভিনীত ও কায়সার আহমেদ পরিচালিত ‘অচিনপুর’ ধারাবাহিকটি বর্তমানে বাংলাভিশনে প্রচার হচ্ছে।

১৩ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়ল টুটুল চৌধুরীর ‘হিসাব’

মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকের দক্ষ অভিনেতা টুটুল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে মোটিভেশনাল স্পিকার হিসেবেও সুনাম অর্জন করেছেন। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।

‘হিসাব’ শর্টফিল্মের ফেসবুক লিংক:

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।