হিমি ও কেয়ার সঙ্গে ব্লুবেল ফিল্মসে মোশাররফ-তৌসিফের ঈদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৯ মে ২০২৫

ঈদ উৎসবের আনন্দে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোতেও থাকে নানা আয়োজন। আর সে ধারাবাহিকতায় এবার ঈদে তিনটি নাটক প্রকাশ করতে যাচ্ছে ব্লুবেল ফিল্মস। এই নাটকগুলোর মূখ্য ভূমিকায় থাকবেন জনপ্রিয় চার তারকা মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

জানা গেল, এরমধ্যে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে। সেগুলো রয়েছে এডিটিংয়ের টেবিলে। আরেকটি নাটক নিয়ে শিগগিরই মাঠে নামবেন নির্মাতা।

তিন নাটকের একটি ‘জামাই বেশি বুঝে’। এটি কমেডি গল্পের নাটক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। হালকা-চালে হাস্যরসের গল্পে নির্মিত এই নাটকটি ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে প্রত্যাশা টিমের।

অন্যদিকে পারিবারিক আবহে তৈরি হয়েছে নাটক ‘চিড়িয়াঘর’। পরিচালনায় রয়েছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

ব্লুবেল ফিল্মস জানায়, তাদের প্রোডাকশন হাউজের যাত্রা খুব বেশি দিনের না। এরইমধ্যে পাঁচটি নাটক নির্মাণ করেছে তারা। সেগুলো দর্শক খুবই পছন্দ করেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় ঈদুল আজহায় থাকছে তিনটি নতুন নাটক। প্রতিটি নাটকের গল্পেই থাকবে ভিন্ন স্বাদ।

জানা গেছে, নাটকগুলো ঈদের দিন থেকে ব্লুবেল ফিল্মসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।