পিকের প্রশংসা করলেন আদভানি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৪

ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা এল কে আদভানি সম্প্রতি আমির অভিনীত ‘পিকে’ ছবিটি দেখেছেন। ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই ছবির পক্ষে সাফাইও গেয়েছেন তিনি।

একটি হিন্দুবাদী সংগঠন কিছুদিন ধরেই ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ ছিল এ ছবিতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে জিহাদি মনোভাব প্রকাশ করা হয়েছে। কিন্তু ছবিটি দেখার পর তাদের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন আদভানি। ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

এল কে আদভানি তার বক্তব্যে বলেন, এটি একটি অসাধারণ ছবি। মনে রাখার মতো কাজ করেছেন রাজকুমার হিরানি ও আমির খান। তাদের আমি সাধুবাদ জানাই। আর আমি চাই সবাই ছবিটি দেখুক। কারণ, এ ছবি থেকে অনেক কিছু শেখার আছে। এ ছবির বিরুদ্ধে যারা কথা বলছে তারা নিজেরাই ভুলের মধ্যে রয়েছেন। উল্লেখ্য, এরই মধ্যে ‘পিকে’ রেকর্ড ব্যবসা করেছে ভারতসহ সারাবিশ্বে। ছবিটি চলতি বছরসহ বলিউড ইতিহাসের সর্বাধিক ব্যবসা সফল ছবিতে পরিণত হবে বলেও মনে করছেন কেউ কেউ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।