এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৪ জুন ২০২৫

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি বছর ঈদ উৎসবে নিজের চ্যানেলে গান শোনান তিনি। সেই ২০১৬ সাল থেকে শুরু করেছেন একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হওয়া। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে গেল রোজার ঈদে ঘটে ছন্দপতন।

সেবার গান শোনাননি তিনি। এবার কোরবানি ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না।’ তবে কী কারণে গান শোনাবেন না মাহফুজুর রহমান তা জানায়নি চ্যানেলটির জনসংযোগ বিভাগ।

গেল বছর কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।