বছর জুড়ে বলিউডের আলোচিত ৫ ছবি


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

বছরজুড়ে আলোচনায় ছিল বলিউডের বেশ কয়েকটি ছবি। এ বছর শাহরুখ খান, সালমান খান ও আমির খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। দর্শকপ্রিয়তা এবং মোট আয়ের হিসাবে এগিয়ে আছে হ্যাপি নিউ ইয়ার, কিক, ব্যাং ব্যাং, সিংহাম রিটার্নস, পিকে ছবিগুলো।

১. `হ্যাপি নিউ ইয়ার` মুক্তি পায় ২৪ অক্টোবর। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ভারতের প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হয়। শাহরুখ খান অভিনীত এ ছবিটি রীতিমতো বক্স অফিসে বাজিমাত করেছে। মুক্তির প্রথম দিনই ছবিটি ৪৫ কোটি রুপি আয় করে নিয়েছে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড। ছবিটি মোট আয় করেছে ৬২ মিলিয়ন ডলার।

২. এ বছর অতীতের সব রেকর্ড ভেঙে স্বল্পসময়ের মধ্যে ৩০০ কোটির ক্লাব অতিক্রম করেছে বলিউডের বহুল আলোচিত ছবি `কিক`। সালমান খান অভিনীত এ ছবিটি মুক্তির মাত্র ১২ দিনের মাথায় বিশ্বব্যাপী ৩১৩ কোটি রুপি আয় করে নেয়। `কিক` ২৫ জুলাই মুক্তি পায়। ছবিটি মোট ৫৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।



৩. এ বছরের অন্যতম আলোচিত ছবি ছিল হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত `ব্যাং ব্যাং` ছবিটি। ২ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি মাত্র চার দিনেই ২০০ কোটি রুপি আয় করেছে। এমনকি ১০০ কোটির ক্লাবে সবচেয়ে দ্রুত পা রাখা ছবিগুলোর মধ্যে এটি পঞ্চম।  ভারতসহ বহির্বিশ্বের বাজারে ছবিটি মোট আয় করেছে ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

৪. অজয় দেবগন অভিনীত `সিংহাম রিটার্নস` ছবিটি চলতি বছর বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছে। ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে মাত্র পাঁচ দিনে। অজয় দেবগনের চলচ্চিত্রজীবনের সবচেয়ে সফল ছবি `সিংহাম রিটার্নস`। মুক্তির প্রথম দিনই ছবিটির আয় ছিল ৩২ কোটি রুপি, যা ছাড়িয়ে গেছে `কিক`-এর প্রথম দিনের আয়কেও। ছবিটি মোট ৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।



৫. ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউড ছবি `পিকে`। তবে মুক্তির কয়েক মাস আগে থেকেই `পিকে` জ্বরে আক্রান্ত বলিউডবাসী। মুক্তির প্রথম প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে প্রায়  ১৮২.৫৮ কোটি রুপি। শুধু বড়দিনে এই ছবি ২৭.৫৫ কোটি রুপি আয় করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।