নবাব সলিমুল্লাহর বংশধর নায়ক নাঈম, অতিথি হয়ে যা বললেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৫ জুন ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকভাবে নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন এই নবাব। তার জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন চিত্রনায়ক নাঈম। ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা। এই অভিনেতার আরেকটি পরিচয় হলো তিনি ঢাকার নবাবদের বংশধর।

অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাঈম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সলিমুল্লাহ পরিবারের পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো মূলত সলিমুল্লাহর অবদান সম্বলিত। তার দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণও করেছে বলেও জানিয়েছেন এই চিত্রনায়ক।

নবাব সলিমুল্লাহর বংশধর নায়ক নাঈম, অতিথি হয়ে যা বললেন

বিষয়টি জানিয়ে নাঈম ফেসবুকে লিখেছেন, ‘৭ জুন ছিল নবাব স‍্যার সলিমুল্লাহ বাহাদুরের জন্মদিন। সেই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সলিমুল্লাহ মুসলিম হলে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন। নবাব সলিমুল্লাহর বংশধরের পক্ষ থেকে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আমাদের পক্ষ থেকে নবাব সলিমুল্লাহ অবদানের জন‍্য দাবি পেশ করি। এগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সকলেরও দাবি ছিলো। কর্তৃপক্ষ সানন্দে দাবিগুলো গ্রহণ করেছেন।’

হলের ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান নাঈম চমৎকার এই আয়োজনের জন্য।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।