মা হারালেন তানজির তুহিন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৮ জুন ২০২৫
তুহিন, মা সামছুন নাহারের সঙ্গে

মা হারালেন সংগীত তারকা তানজির তুহিন। তার মায়ের নাম বেগম সামছুন নাহার। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ (২৮ জুন) শনিবার ঢাকায় নিজ বাসায় মারা গেছেন বেগম সামছুন নাহার। শিল্পী তুহিনের ব্যান্ড আভাস-এর অন্যতম সদস্য রাজু গণমাধ্যমকে জানান, তুহিনের মা অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা গেছেন। আজ বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।

জনপ্রিয় গানের দল শিরোনামহীন-এর ভোকাল হিসেবে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা পান তুহিন। পরে দল থেকে বেরিয়ে গড়ে তোলেন নতুন ব্যান্ড আভাস। দলটিতে তুহিনের সঙ্গী হয়েছেন রাজু শেখ, রিঙ্কু ইমাম, আরাফাত শাওন, নাঈম মোরশেদ ও অন্তু দাশ।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।