অবশেষে সেই বাবু ভাইয়া হয়ে ফিরছেন পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ৩০ জুন ২০২৫

হাস্যরসের দুনিয়ায় ‘হেরা ফেরি’ নামটাই যেন এক অনুভূতির নাম। বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি এই সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে বহুদিন ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা। নানা রকম জটিলতা, মতানৈক্য ও বিতর্কের পর অবশেষে সুখবর এলো। ‘হেরা ফেরি থ্রি’-তে ফিরছেন জনপ্রিয় বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘হেরা ফেরি’ সিনেমায় বাবু ভাইয়ার চরিত্রে পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। এরপর ২০০৬ সালে আসে সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’। তৃতীয় পর্বের কথা উঠেছিল আরও বহু বছর আগে। ২০১৭ সাল থেকেই নির্মাণের তোড়জোড় চলছিল। কিন্তু নানা সময় পরিচালক ও অভিনেতা বদলের কারণে তা থমকে যায়।

সম্প্রতি বিতর্ক চরমে পৌঁছে যায় যখন জানা যায় পরেশ রাওয়াল অগ্রিম পারিশ্রমিক নিয়েও সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন। মূলত চরিত্রের গভীরতা ও গল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে সহ-অভিনেতা অক্ষয় কুমার ক্ষতিপূরণ মামলা দায়ের করেন পরেশের বিরুদ্ধে।

২৫ কোটি রুপির সেই আইনি নোটিশ ঘিরে বলিউডে শুরু হয় তুমুল আলোচনা। এমনকি পরেশ রাওয়াল অগ্রিম নেওয়া পারিশ্রমিকও ফেরত দেন।

তবে সব ঝামেলা এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন, ‘সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন সিনেমাটি নিয়ে আমাদের মধ্যে কোনো জটিলতা নেই।’ তিনি আরও বলেন, ‘যে কাজ মানুষ এত ভালোবাসে, সেটা নিয়ে বাড়তি যত্ন নেওয়া জরুরি। দর্শক আমাদের প্রতি বিশ্বাস রাখেন বলেই দায়বদ্ধতা থেকেও ভালো কিছু উপহার দিতে হয়।’

তিনি আশ্বাস দেন, ‘হেরা ফেরি থ্রি’ ছবিতে তিনি আগের পরিকল্পনা অনুযায়ীই থাকছেন। ‘প্রিয়দর্শন, অক্ষয়, সুনীলেরা আমার বহুদিনের বন্ধু। আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা বানাতে চাই, যা আবার দর্শককে হাসাবে, আনন্দ দেবে’ - বলেন পরেশ।

তার এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। অনেকেই বলছেন, ‘বাবু ভাইয়া চরিত্রে পরেশকে ছাড়া ‘হেরা ফেরি’ কল্পনাই করা যেত না।’

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।