জোলি এখন সুস্থ


প্রকাশিত: ০৩:২৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

চিকেন পক্সে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি।  নিজের পরিচালিত দ্বিতীয় ছবি `আনব্রোকেন`-এর প্রচারণায়ও অংশ নিতে পারেননি তিনি। কারণ প্রচারণা শুরু হওয়ার পরপরই অসুস্থ হন জোলি।

সুস্থ হয়ে প্রায় কুড়ি দিন পর মঙ্গলবার ঘর থেকে বের হয়েছেন জোলি। দুই মেয়ে জাহারা ও শিলোহকে নিয়ে জোলি কিছু কেনাকাটা করেছেন এবং পরে দুই মেয়েকে নিয়ে বার্গার খেয়েছেন।

জোলির বাইরে বের হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং অনেক পাপারাজ্জিই ভিড় জমায় শপিং মল ও রেস্তোরাঁর সামনে। সম্পূর্ণ কালোতে ঢাকা জোলির পরনে ছিল জিন্স, ব্লেজার ও বুট জুতা। তবে মুখে বা হাতের কোথাও রোগের চিহ্ন দেখা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।