থ্রিলার সিনেমার মতোই ‘স্কুইড গেম’ তারকার প্রেমের গল্প

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ এএম, ০৪ আগস্ট ২০২৫

দীর্ঘ সময় ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে প্রেম করেছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দম্পতি লি বিয়ং হান ও লি মিন জং। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে লি মিন জং নিজের গোপন প্রেমের গল্প শেয়ার করতেই নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে।

১ আগস্ট সম্প্রচারিত কোরিয়ান রিয়্যালিটি শো হার্ট অন হুইলস-এ লি মিন জং জানালেন, কীভাবে তাদের প্রেমের শুরুটা হয়েছিল একেবারে থ্রিলার সিনেমার মতো। উপস্থাপক বুমের প্রশ্নে তিনি বলেন, ‘তারকারা সাধারণত দ্বীপে কিংবা হান নদীর পাশে ডেট করে, এটা সত্যি।’ এরপরই শুরু করেন নিজের অভিজ্ঞতার বর্ণনা।

লি মিন জং বলেন, ‘আমি দেখি আমাদের বাসার সামনে প্রায়ই একই নম্বরের গাড়ি ঘোরাফেরা করে। পরে বুঝি, পাপারাজ্জিদের গাড়ি। তারা আমাকে অনুসরণ করত। আমি বিয়ং হানকে বলি, ওর গাড়ির নম্বর যেন মনে রাখে, কারণ আমাদের সরাসরি দেখা করা সম্ভব ছিল না। আমরা বন্ধুদের বাড়িতে লুকিয়ে দেখা করতাম, এমনকি তাদের গাড়ি ব্যবহার করতাম।’

তিনি আরও বলেন, ‘পাপারাজ্জিরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। মাঝে মাঝে তাদের জন্য খারাপও লাগত। যদিও আমাদের গোপন সম্পর্ক খুব বেশি দিন টেকেনি, কারণ একসময় ছবি ফাঁস হয়ে যায়।’

শোতে উপস্থিত অন্য শিল্পীরা ইয়ং তাক, কিম জং হিউন ও উপস্থাপক বুম তখন মুগ্ধ হয়ে বলেন, ‘একেবারে থ্রিলার সিনেমার মতো প্রেম।’ দর্শকরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান, ‘তাদের ভালোবাসা সত্যিই ছিল গভীর। প্রতিটা সাক্ষাৎ যেন একটি নাটক। সত্যিই তাদের একসাথে দেখতে খুব ভালো লাগে।’

উল্লেখ্য, কোরিয়ান ‘পাওয়ার কাপল’ লি বিয়ং হান ও লি মিন জং ২০১৩ সালে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের একমাত্র ছেলে জন্ম নেয় এবং ২০২৩ সালে তাদের কন্যাসন্তান আসে পৃথিবীতে।

লি বিয়ং হান বর্তমানে স্কুইড গেম সিরিজে তার অভিনয়ের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। অন্যদিকে লি মিন জং সম্প্রতি হার্ট অন হুইলস শোতে অংশ নিচ্ছেন এবং দর্শকদের সামনে নিয়ে আসছেন নিজের জীবনের অজানা গল্প।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।