গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকছে দুই সিনেমা হল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে একদিনের ছুটি ঘোষণা করেছে দেশের দুইটি মাল্টিপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস মঙ্গলবার তাদের স্ক্রিনিং বন্ধ রেখেছে। প্রতিষ্ঠান দুটি তাদের নিজ নিজ অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই খবর জানিয়েছে।

স্টার সিনেপ্লেক্স তাদের নোটিশে লিখেছে, ‘৫ অগাস্ট গণঅভ্যুত্থান দিবসে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ থাকবে। সাধারণ কার্যক্রম বুধবার থেকে পুনরায় শুরু হবে।’

এদিকে যমুনা ব্লকবাস্টার বন্ধ থাকবে দুইদিন। সাপ্তাহিক ছুটি হিসেবে বুধবারও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।

ফেসবুকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার এবং সাপ্তাহিক বন্ধ হিসেবে বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে যথারীতি চালু থাকবে।’

বর্তমানে দুটি সিনেপ্লেক্সেই দেশের কয়েকটিসহ বিদেশের বেশ কয়টি সিনেমা প্রদর্শিত হচ্ছে।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।