স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের গুজব উড়ালেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২২ অক্টোবর ২০২৫
স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের গুজব উড়ালেন পূর্ণিমা।

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুজব। তবে বুধবার বিকেলে নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের গুজব উড়ালেন পূর্ণিমা।

ছবিটিতে দেখা যায় একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন পূর্ণিমা। এই একটি ছবিই যেন স্পষ্ট করে দিয়েছে, গুজবটি একেবারেই ভিত্তিহীন। তারা এখনো সুখেই আছেন একসঙ্গে।

২০২২ সালে বিয়ে করেন পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। রবিন পেশায় বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে পূর্ণিমাস্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে পূর্ণিমা

এর আগে পূর্ণিমা নিজের ফেসবুকে একটি পোস্টে ইঙ্গিতপূর্ণ লেখেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই, তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।’

এই পোস্টের পর থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধরে নিয়েছিলেন, স্বামী রবিনের সঙ্গে পূর্ণিমার সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু সাম্প্রতিক ছবির মাধ্যমে সব গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পূর্ণিমার পরিচয় হয়। তিন বছরের পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর প্রেম, অবশেষে পরিণতি বিয়েতে।

আশফাকুর রহমানের সঙ্গে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৪ সালে সেই সংসারে জন্ম নেয় তার একমাত্র কন্যাসন্তান।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।