মোশাররফ করিম-মৌসুমীর বাসর হবে মাটির ঘরে


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২২ জুন ২০১৬
ছবি: সংগ্রহ

বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী মৌসুমি। এরপর নির্মাতা মোস্তফা কামাল রাজের প্রজাপতি ছবিতে অভিনয় করে এ জুটি ভূয়সী প্রশংসা কুড়ায়। এরপর নানা কারণে বড় পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।

তবে দীর্ঘদিন পর আবারো একসঙ্গে জুটি বাঁধলেন তারা। ছবির নাম বাসর হবে মাটির ঘরে। পরিচালনা করবেন শাহ মো. সংগ্রাম।

তিনি জানালেন, মোশাররফ করিম এবং মৌসুমী দুজন ছবিতে কাজ করবেন এটি চুড়ান্ত। আগামী মাসে অর্থাৎ ঈদের পর ছবির কাজ শুরু হবে।

নির্মাতা শাহ মো. সংগ্রাম আরো বলেন, ছবির গল্পটা সামাজিক। এখানে মৌসুমীকে দেখা যাবে একজন পতিতার চরিত্রে। যিনি সমাজের কিছু মানুষের রোষানলে পড়ে এ পথে আসেন এবং মোশাররফ করিমের চরিত্রটি একজন পেশাদার মদ বিক্রেতার। যিনি একটি নিষিদ্ধ পল্লীতে মদের ব্যবসা করেন।

বলবো কথা বাসর ঘরে ছবির এই নির্মাতা মনে করেন, আজকাল দর্শক হলে আসতে চান না। নির্মাতারাও দর্শকদের কথা খুব একটা বিবেচনা করে ছবি বানাচ্ছেন না। সেই ভাবনা থেকে তিনি এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। দর্শকরা যেমনটি চায়, যে রকম গল্প, অভিনয়, গান চলচ্চিত্রে পেতে চায় তেমনটি করেই নির্মিত হবে ‘বাসর হবে মাটির ঘরে’। এটি বিগ বাজেটের ছবি হবে। দেশের সেরা তারকারা থাকবেন অভিনয়ে। ছবিটি দর্শকদের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারলে তারা সামাজিক গল্প নির্ভর এই ছবিটি সাদরে গ্রহণ করবেন।

এদিকে, এরই মধ্যে এ ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গত মাসে রুনা লায়লা ও সুবীর নন্দী ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। আলাউদ্দিন আলীর সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

এনই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।