দীপিকা-রণবীরের তামাশা


প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

দীপিকা পাড়ুকোন আজ ফ্রান্স তো কাল সিমলা হয়ে কলকাতায়। অনেকের মনে হতেই পারে তিনি বিশ্বভ্রমণে বের হয়েছেন। ঠিক তা নয়, ব্যস্ত অাছেন নতুন ছবি `তামাশা`-এর শ্য‌‌‌ুটিং নিয়ে। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে তাকে দেখা গেছে এই ছবির পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে।

এর মাধ্যমে আবারও পর্দায় অাসছেন রণবীর-দীপিকা। ছবিতে রণবীর একজন ভবঘুরে আর দীপিকাকে দেখা যাবে বই পড়ুয়া হিসেবে।

শ্যুটিং ইউনিটের একজন সংবাদমাধ্যমকে জানান, এই ছবিতে রণবীরের কোনও ঘরবাড়ি নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। মূলত সে চায় তার চার পাশের মানুষকে সুখি রাখতে। আর দীপিকা ফরাসি এক কমিক সিরিজের দারুণ ভক্ত। সব ঠিকঠাক থাকলে `তামাশা` চলতি বছরের বড়দিনে রিলিজ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।