সজল এবার খুনি!


প্রকাশিত: ০২:৩৯ এএম, ২২ জানুয়ারি ২০১৫

সজল একজন অর্থলোভী স্বামী! স্ত্রীর নামে কোটি টাকার বীমা করে এবং তাকে খুন করে বীমার টাকা আত্মসাৎ করাই তার উদ্দেশ্য! না পাঠক। ভয় পাওয়ার কিছু নেই। এ তো শুধুই অভিনয়। সম্প্রতি এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সজল।

লায়লা তারেকের রচনা এবং সাজ্জাদ রাহমানের পরিচালনায় `নেকলেস` নাটকটি নরসিংদীর শিউলী ভিলায় চিত্রায়ন করা হয়। এই প্রথম সজলের সঙ্গে জুটি বাঁধলেন নবাগত অভিনেত্রী সুপ্তি আনিকা। এর অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন ফারা খান।

প্রযোজনা প্রতিষ্ঠান এনএসি মিডিয়ার ব্যানারে নাটকটির চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন আনু। এটি শীঘ্রই যে কোনো চ্যানেলে প্রচার হবে।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।