হলিউড ছবিতে বিপাশার চমক


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

দ্বিতীয়বারের মতো হলিউড ছবিতে অভিনয় করছেন বিপাশা বসু। এর আগে ২০১৩ সালে ‘দ্য লাভারস’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল তার। এবার সেই ছবির সিক্যুয়ালেই অভিনয় করছেন তিনি। গত এক সপ্তাহ ধরেই ‘দ্য লাভারস-২’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বিপাশা। এ ছবিটি শেষ না করা পর্যন্ত অন্য কোন ছবি হাতে নিতে চাচ্ছেন না তিনি।

এদিকে বিপাশা ভক্তদের জন্য চমকও থাকছে এ ছবিতে। বলিউড অনেক ছবিতে খোলামেলা ও রগরগে দৃশ্যে কাজ করছেন এ অভিনেত্রী। এবার হলিউডের এ ছবিতে প্রথমবারের মতো পুরোপুরি পোশাকবিহীন অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। অবশ্য তা কেবলই চরিত্রের প্রয়োজনে- এমনটাই জানিয়েছেন বিপাশা।

সম্প্রতি এ ছবির মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘দ্য লাভারস-২’ ছবিতে আমার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগও থাকছে। তবে একটি দৃশ্যে কাপড় ছাড়া বিপাশাকে দর্শক দেখতে পাবেন। এটা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য চমক। আশা করছি সবাই উপভোগ করবেন।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।