সেন্সরে জমা পড়েছে শাকিব-বুবলীর ‘অহংকার’


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৮ মে ২০১৭

শাকিব খান-বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে। রোববার (২৮ মে) সকালে ছবিটি জমা দেয়া হয়েছে বলে জাগো নিউজকে জানান এই ছবির পরিচালক নির্মাতা শাহাদৎ হোসেন লিটন।

এর আগে বৈশাখে ‘অহংকার’ মুক্তির কথা থাকলেও কিছু জটিলতায় মুক্তি পায়নি। এরপর ঈদে মুক্তি পাবে শোনা গেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ছবির পরিচালক লিটন বলেন, ‘ঈদুল ফিতর এবং আজহা এই দুই ঈদে মাঝামাঝি সময়ে ‘অহংকার’ মুক্তি দেয়া হবে।

তিনি বলেন, ‘ছবির যাবতীয় কাজ শেষ করা হয়েছে। সেন্সর ছাড়পত্রের পেলেই ‘অহংকার’ এর টিজার, ট্রেলার প্রকাশ করা হবে।’

শাকিব-বুবলী জুটির এটি তিন নম্বর ছবি। ছবিটি নিয়ে বুবলী বলেন, ‘এর আগে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ও ‘শুটার’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। আশা করছি ‘অহংকার’ ছবিটি ও শাকিবের নায়িকা হয়ে দর্শকরা এবারও আমাকে সানন্দে গ্রহণ করবেন।’

‘অহংকার’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।

এনই/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।