রেখাকে সরিয়ে টাবু


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৭ মে ২০১৫

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশন’ অবলম্বনে নির্মিত হচ্ছে অভিষেক কাপুর পরিচালিত সিনেমা ‘ফিতর’।

সিনেমাটিতে মিস হাভিশন নামে একটি চরিত্রে অভিনয়ের কথা ছিলো বলিউডের চির সবুজ নায়িকা রেখার। কিন্তু প্রযোজনা সংস্থা ‘ইউটিভি’ কর্তৃপক্ষের সাথে মত বিবাদে সে চরিত্রে দেখা যেতে পারে ‘হায়দার’খ্যাত নায়িকা টাবুকে।

ফিল্ম ফেয়ারের বরাত দিয়ে জানা যায় মিস হাভিশন চরিত্রটির জন্যে কাশ্মীরে রেখা চলচ্চিত্রটির শুটিং করেছেন ৫ দিন। কিন্তু শুটিং নিয়ে তিনি খুশি নন। তাই দৃশ্যগুলো পুনরায় চিত্রায়নের কথা বলেন রেখা। এমন নানা বিষয় নিয়ে রেখার সঙ্গে প্রযোজনা সংস্থা ইউটিভির মতভিন্নতা দেখা দেয়।

তাই অবশেষে ‘ফিতর’ অভিনয় করতে যাচ্ছেন টাবু।

এছাড়াও ‘ফিতর’ ছবির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০১৬ সালের বিশ্ব ভালবাসা দিবসে।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।