মানহানির মামলা করলেন অনন্ত


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৭ মে ২০১৫

ভিত্তিহীন তথ্য প্রচারের জন্য মানহানির মামলা করলেন অনন্ত। হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক ও স্থানীয় কথিত লেখক উজ্জ্বল অনন্তকে নিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে সম্মান হানি করায় এ মামলা দায়ের করা হলো।

জানা যায়, কিছুদিন আগেই উজ্জ্বল নিজেকে অনন্ত জলিলের আপকামিং চলচ্চিত্র ‘দ্যা স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’র গল্পের লেখক হিসেবে দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠান। যার পরিপ্রেক্ষিতে অনন্ত জলিলের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রতিউত্তরে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, উজ্জ্বল কর্তৃক প্রেরিত লিগ্যাল নোটিশে লেখকের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। উক্ত প্রতিউত্তর লিগ্যাল নোটিশ পাওয়ার পর ৭ দিনের মধ্যে তার দাবি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়।

তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের মিথ্যাচার, ভুয়া তথ্য প্রকাশের দায়ে অনন্ত জলিলের নিযুক্ত মোক্তার মনসুন ফিল্মসের কর্মকর্তা মো. শাহাবুর আলম বাদী হয়ে গত ২৫ মে, উক্ত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির মামলা দায়ের করার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেন।

অনন্ত জলিলের পক্ষ থেকে বলা হয়, উজ্জ্বল নিজেকে একজন সব্যসাচী লেখক হিসেবে পরিচয় দেন। অথচ এ পর্যন্ত তার কোন লেখা কোথাও প্রকাশিত হয়নি। উজ্জ্বল নামক ব্যক্তি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি এবং যার সাথে মনসুন ফিল্মসের আজ অবধি চলচ্চিত্রের গল্প নিয়ে কোনরূপ আলাপ-আলোচনা হয়নি।

মনসুন ফিল্মসের আপকামিং চলচ্চিত্র দ্যা স্পাই অগ্রযাত্রার মহানায়কের গল্প লেখার কাজ এখনও চলছে, যা এখনও সম্পন্ন হয়নি। অনন্ত জলিলের লেখা এই গল্পে চিত্রনাট্যের কাজ করছেন প্রখ্যাত চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

প্রসঙ্গত, সম্প্রতি অনন্ত জলিল চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে ট্যালেন্ট হান্ট নামক এক কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। এই কার্যক্রম সারা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে করার পরিকল্পনা আছে। এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর উক্ত চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।