আবারো আইটেম গানে পরীমনি (ভিডিও)


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৫ জুন ২০১৫

রোজার আগে আবারো শুরু হতে যাচ্ছে শফিক হাসানের ‘ধুমকেতু’ চলচ্চিত্রের শুটিং। এবারের শুটিংয়ে একটি আইটেম গানে পারফর্ম করবেন পরীমনি।

জানা গেছে, রোজার কারণেই জুনের দ্বিতীয় সপ্তাহে তিনি গানের শুটিংয়ে অংশ নেবেন। ’ধুমকেতু’তে পরীমনির বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। ইতিমধ্যে ছবিটির ৭০ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। তিনটি গান এবং দু’টি দৃশ্যের চিত্রায়ণ শেষ হলে পুরো ছবির কাজ শেষ হবে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, এটা আসলে আইটেম গান বললে ভুল হবে। কারণ আইটেম গান বলতে আমরা অন্য কিছু বুঝে থাকি। এটা একটি রোমান্টিক গান বললে একদমই ভুল হবে না। তবে কমার্শিয়াল কিছু শট থাকবে গানটিতে। এজন্য রোজার আগেই কাজটির সিডিউল দিয়েছি। কারণ আমি বরাবরই রোজা রাখি।



এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।