কণা-ইমরানকে নিয়ে এবং পূর্ণিমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার অতিথি হয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা কণা ও ইমরান। আরটিভির ‘এবং পূর্ণিমা’শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ভালোবাসা দিবসে এই অনুষ্ঠানে পূর্ণিমার অতিথি হয়ে ছিলেন আরিফিন শুভ। এবার পূর্ণিমার অতিথি হয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই সংগীত তারকা।

অনুষ্ঠানটির জন্য ড্র্রয়িংরুমের মতো করে বিশাল সেট বানানো হয়েছে। যেখানে অতিথিরা আসেন, তাদের নিজ হাতে কফি বানিয়ে খাওয়ান পূর্ণিমা। ঘরোয়া আয়োজনে প্রাণবন্ত আড্ডা হয় অতিথিদের সঙ্গে।

সৈয়দ আশিক রহমানের মূল ভাবনায় অনুষ্ঠানটির প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ এবং গ্রন্থনা করছেন অনিন্দ্য মামুন।
অনুষ্ঠানটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এ অনুষ্ঠান উপস্থাপনার কাজটি বেশ উপভোগ করছি। এর মধ্যে কয়েকটি পর্ব প্রচার হয়েছে। ভালোই সাড়া মিলছে।’

উল্লেখ্য, আরটিভিতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় প্রচারিত হবে কণা-ইমরানকে নিয়ে এবং পূর্ণিমা অনুষ্ঠানের এই পর্বটি।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।