অপূর্বের সাথে অভিনয়ে ছেলে আয়াশ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৩ মে ২০১৮

ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বহুমাত্রিক চরিত্রেই দেখা যায় তাকে। অভিনয়ের পাশাপাশি বেশ সাংসারিকও তিনি। অভিনয়ের বাইরের সবটুকু সময় শুধু নিজের পরিবারকেই দেন তিনি। একমাত্র ছেলে আয়াশকে নিয়ে প্রায়ই ফেসবুকে ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। এবার একমাত্র ছেলে আয়াশকে নিয়ে অভিনয়ে এলেন তিনি।

প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে অপূর্বর ছেলে আয়াশ। এই নাটকে অপূর্ব নিজেও অভিনয় করেছেন। সেখানে তারা পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকের নাম ‘বিনি সুতার টান’। পরিচালনা করেছেন শিহাব শাহীন।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকের গল্পে তিন-চার বছরের একটা ছোট্ট ছেলে প্রয়োজন ছিল। তখনই মাথায় এলো অপূর্বর ছেলেকে যদি নেয়া যায়, তাহলে ভালোই হয়। অবশেষে অপূর্ব'র ছেলে আয়াশকে নিয়েই কাজ করেছি। কোনো রকম ভোগান্তি ছাড়াই শুটিং শেষ হয়েছে।’

অপূর্ব বলেন, ‘ছেলের সাথে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। কোনো শর্ট এনজি হয়নি। শুটিংয়ে সে কোনো ঝামেলা করেনি। শুটিংয়ের পুরো সেট সে জমিয়ে রেখেছিল। ‘বিনি সুতোর টান’ নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।’

আইএন/এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।