মা হারালেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৭ মে ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার মা আফরোজ মুস্তাফা। ২৬ মে দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিমুল মুস্তাফা এক ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে আফরোজ মুস্তাফা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

শিমুল মুস্তাফা আজ রোববার সকাল ১০টার দিকে তার মাকে নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আমাদের মা’র নামাজে জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।