ছেলের ছবি প্রকাশ করলেন শুভশ্রী, জানালেন নাম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

মা হয়েছেন কলকাতার সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সেই খবর জানিয়েছিলেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। তিনি তার স্ত্রী ও পুত্রের জন্য দোয়াও চান।

এবার প্রথম সন্তানের ছবি প্রকাশ করলেন শুভশ্রী। জানালেন নামও।

শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে সদ্য মা হওয়া এই অভিনেত্রী ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, 'আমরা ধন্য পুত্রসন্তান পেয়ে। ‘যুভান সবাইকে হ্যালো বলেছে....! যুভান চক্রবর্তী।'

সেই ছবিতে লাভ রিয়েক্টের বন্যা বয়ে যাচ্ছে। ছবিটি তিনি নিজের ফেসবুক পেজেও পোস্ট করেছেন। সেখানে শুভশ্রী-রাজের অনুরাগীরা নতুন অতিথিকে স্বাগতম জানাচ্ছেন এবং এ দম্পতিকে শুভেচ্ছা জানান।

এদিকে রাজ-শুভশ্রী দম্পতির ঘরে নতুন অতিথির আগমনে খুশির বান ডেকেছে পশ্চিমবঙ্গের সিনেমাপাড়ায়। অনেক তারকা শিল্পী ও নির্মাতাও রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।