প্রীতিলতার শুটিংয়ে আহত পরীমনি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৫ নভেম্বর ২০২০

বেশ আয়োজন করে শুরু হয়েছে প্রীতিলতার শুটিং। সেখানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। শুটিং করতে গিয়ে আজ আহত হন তিনি।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাজধানীর নিকেতনে শুরু হয়েছে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’র শুটিং। সেখানে লাঠিখেলার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন পরীমনি।

বিজ্ঞাপন

এ খবর নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ। তিনি বলেন, ‘পরীমনি হাতে চোট পেয়েছেন। তবে গুরুতর কিছু নয়। গতকাল লাঠিখেলার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন তিনি। বর্তমানে বিশ্রামে রয়েছেন।’

নায়িকা আহত হওয়ায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুটিং বন্ধ রেখেছেন পরিচালক। শুক্রবার থেকে আবার শুটিং শুরু করবেন বলে জানান তিনি। পরীমনি যোগ দেবেন শনিবার থেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গোলাম রাব্বানির চিত্রনাট্যে নির্মিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।