তারা কেবলই চিত্রনায়িকা (ভিডিও)


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৯ নভেম্বর ২০১৪

দেশীয় চলচ্চিত্রের দৃশ্যপট ক্রমেই বদলে যাচ্ছে। বছরের শেষ পর্যায়ে নিজেদের কাজ দিয়ে চলচ্চিত্রের মাধ্যমে শীর্ষ অবস্থানে রয়েছেন মাহী। এরপরের অবস্থানেই চাহিদা আর চলচ্চিত্রের সম্ভাবনার দিক দিয়ে মীমকেই অনেকে কাস্ট করছেন এবং ভাবছেন। তবে আওয়াজ স্বর্বস্ব তারকাও এখন কম নেই! হাতে ২০/২২ টি ছবির কথা বলে কোনো ছবি রিলিজ নেই এমন নব্য নায়িকারা দর্শকদের কাছে হাস্যরসে পরিণত হচ্ছেন। খবর ইত্তেফাকের

এর ভেতরে পরীমনি, অমৃতা, শম্পা, জানভী, মিষ্টি জান্নাতসহ আরও অনেকেই রয়েছে। তারা চলচ্চিত্রে নয় বরং বিভিন্ন টকশোতে ‘আমার হাতে এত এত ছবি আছে’ এই বলেই নিজেদের নামের আগে ‘চিত্রনায়িকা’ বসাতে ব্যস্ত। তবে এদের ভেতরে সত্যিকার অর্থেই বড় বাজেটের কাজ করছে এবং একাধিক ছবি রিলিজ হচ্ছে বা হবার পথে এমন তারকারা হলেন মাহিয়া মাহী, মীম, ববি ও বর্ষা। যদিও এর ভেতরে বর্ষা শুধুমাত্র অনন্ত জলিল প্রযোজিত ছবিতেই কাজ করছেন।

অন্যদিকে বাকি তিনজন বিভিন্ন পরিচালকের কাজ নিয়েই রয়েছেন ব্যস্ত। সেক্ষেত্রে ইন্ডাষ্ট্রির নিয়মিত তারকা হিসেবে আগামী দিনের নির্ভরযোগ্য নায়িকাদের কাতারে আসতে মাহী, মীম ও ববির নাম। এই ধারাবাহিকতায় হয়তো আগামী বছরেই বলা যাবে নতুন এ প্রজন্মের সেরা নায়িকা কে।

এদিকে রুহি, জয়া, আইরিন, পিয়াসহ বেশ ক’জন একাধিক চলচ্চিত্রে কাজ করলেও পুরোদস্তুর কমার্শিয়াল প্রযোজকেরা কেউই তাদের নির্ভরযোগ্য ভাবেন না। তাই চলচ্চিত্রে এখন ৩ ধারার নায়িকা বর্তমান। এক শ্রেনি কমার্শিয়াল চলচ্চিত্রের জন্য গ্রহণযোগ্য, আরেক শ্রেনি নিজস্ব ঘরানা ও পরিচিত প্রযোজকের ছবির নায়িকা হিসেবে ব্যস্ত। আর তৃতীয় শ্রেনি শুধুই আওয়াজ স্বর্বস্ব থেকে সংখ্যা বাড়ানোর স্থূল প্রতিযোগিতায়।

এছাড়া বর্তমানে মাহী, মীম ও ববি এই তিনজনই নায়িকা নির্ভর চলচ্চিত্রে অফার ও কাজ করছেন। মীম সম্প্রতি অঞ্জন দত্তের পরিচালনায় একটি ছবিতে কাজ করছেন যেখানে তাকে ঘিরেই মূল গল্প। এছাড়া ববি ও মাহী দুজনই অ্যাকশন নির্ভর চলচ্চিত্রে তাদের কেন্দ্রে রেখে কাজ করেছেন। ছবি সাফল্যের ফলাফল এখনও আপেক্ষিক। তবে মূলধারার চলচ্চিত্রের রেসে যে এখন তারাই পরীক্ষিত তারকা তা বলাই বাহুল্য। বাকিরা শুধুই আওয়াজ ও মিডিয়া নির্ভর নায়িকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।