সাত শিল্পীর কণ্ঠে রিজভীর গান


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ভালোবাসা দিবস উপলক্ষে দুটি অ্যালবামে নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা গানে কণ্ঠ দিলেন সাতজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তারা হলেন- কনা, তানভীর তারেক, বেলাল খান, নওরীন শরীফ শারলিন, আবিদ, ইলিয়াস হোসাইন এবং তানজিনা করিম স্বরলিপি।

অ্যালবাম দুটির নাম অমিত চ্যাটার্জী ফিচারিং ‘হৃদয়ের সীমানায়’ ও তানভীর তারেক ফিচারিং ‘ওয়াদা’। ‘হৃদয়ের সীমানায়’ অ্যালবামটি মাই সাউন্ড এবং ‘ওয়াদা’ অ্যালবামটি সিডি চয়েস থেকে প্রকাশিত হয়েছে।
 
এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে এই প্রকাশিত গানগুলো রোমান্টিক ও স্যাড-মেলোডিধর্মী। প্রতিটি গানের কথার মাঝেই একটি গল্প বলার চেষ্টা করেছি। সুরকার দুজনও দারুণ সুর করেছেন। আশা করি শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগবে।’

উল্লেখ্য, রিজভীর লেখা গানে এ পর্যন্ত প্রায় ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গানের পাশাপাশি নাটক লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।