জসিম উদ্দিন আকাশের ‘হায়া হায়া’ গানে ফুটবল বিশ্বকাপ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে আর কয়েক ঘণ্টা বাকি। তবে তার আগেই দেশের মানুষ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন। খেলা দেখাকে ঘিরে নিচ্ছেন নানারকম প্রস্তুতি। সেই ধারাবাহিকতায় এবার খবর এসেছে গানের। বিশ্বকাপ ফুটবল-২০২২ নিয়ে তৈরি হয়েছে গান। আর এটি গেয়েছেন আকাশ সেন ও তৃশা। গানটি লিখেছেন জসিম উদ্দিন আকাশ। সুর এবং সংগীতায়োজনও তার।

কণ্ঠশিল্পী আকাশ সেন বললেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে এ গানটিতে যেমন খেলার রেশ রাখা হয়েছে, তেমনি বর্তমান বিশ্বের অবস্থাও তুলে ধরা হয়েছে। তৈরি হয়েছে একটি ভিডিও। যেখানে ফুটবল মাঠের বাইরেও বেশ কিছু ফুটেজ রাখা হয়েছে।

গীতিকার জসিম উদ্দিন আকাশ জানালেন, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম।

আর তাই ‘হায়া হায়া’ গানটি লেখার মধ্যে দিয়ে বাংলাদেশের সংগীতকে বিশ্বকাপ ২০২২-এর সঙ্গী করাই আমার চিন্তা ভাবনা ছিল। আমি গানটি করতে পেরে খুব আনন্দিত। আমি আমার দেশের নামকে বিশ্বব্যাপী প্রচার করতে পারব বলে গানটি আরবি, ইংরেজি ও বাংলা-এ তিনটি ভাষায় লেখা হয়েছে। এর কারণ হলো আমার প্রিয় মাতৃভাষাকে সঙ্গী করে রাখা। আমার বিশ্বাস বাংলাদেশের সংগীত প্রিয় সবাই সাপোর্ট করবেন।

‘হায়া হায়া’ নামের এই গানটির ভিডিও ইউটিউব চ্যানেল বিডি-২৯ মাল্টিমিডিয়াতে অবমুক্ত করা হয়েছে ১৮ নভেম্বর।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।