প্রথম রোজাটি শখ করে রেখে ছিলাম: দিলারা জামান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ মার্চ ২০২৩

শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালনে মগ্ন হয়ে পড়েছেন। রমজান মাসে রোজা রাখা নিয়ে অনেকেরই বিভিন্ন রকম মজার মজার শৈশব স্মৃতি রয়েছে।

বিভিন্ন সময় রোজা রাখার স্মৃতি রোমন্থনও করা হয়। শোবিজ ভুবনের তারকারাও এর ব্যতিক্রম নন। তাদের রোজা রাখার স্মৃতি নিয়ে ভক্ত-অনুরাগীদের তুমল আগ্রহ লক্ষ্য করা যায়।

jagonews24

আরও পড়ুন: নতুন চলচ্চিত্রে দিলারা জামান

দর্শকনন্দিত অভিনেত্রী দিলারা জামান জাগো নিউজের সঙ্গে তার জীবনে প্রথম রোজা রাখার স্মৃতির কথা জানিয়ে বলেন, ‘আমার যতদূর মনে পড়ে আমি ক্লাস সিক্সে থাকতে প্রথম রোজা রেখেছি। ছোট বেলায় রোজা রাখতে চাইলেও আমার বাবা নিরুৎসাহিত করতেন। তিনি বলতেন, ‘ছোট মানুষ, রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে।’ একবার রোজার সময় আমার নানা বাড়ি নোয়াখালী বেড়াতে গিয়েছিলাম। সেখানে বসেই প্রথম রোজা রাখি। বাড়িতে থাকলে হয়তো বাবা রোজা রাখতে দিতেন না। প্রথমবার রোজা রাখার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল।’

jagonews24

দিলারা জামান তার শৈশব-কৈশোরের ইফতারের সময়ের স্মৃতির কথা মনে করতে গিয়ে বলেন, ‘সময়ের কারণে এখন অনেক কিছু বদলে গেছে-এ কথা স্বীকার করতেই হবে। রোজা এবং ইফতার কালচারও এর বাইরে নেই। আমাদের সময়ে সবাই একসঙ্গে বসে ইফতার করতাম। আহা সে কী আনন্দ! এ সময়টা উৎসবের মতো মনে হতো। এখন তো আর সেই দিন নেই। সবার ব্যস্ততা বেড়ে গেছে। পরিবারে অনেকেই আলাদা আলাদা স্থানে যে যার কাজে ব্যস্ত। তাই ইচ্ছে থাকলেও এখন আর সবাই মিলে আনন্দময় পরিবেশে ইফতার করা অনেকেরই সম্ভব হয় না। এখন আমিও এর ব্যতিক্রম নই। তবে সেই দিনগুলোর কথা খুব মিস করি।’

আবরও পড়ুন: শিক্ষিকা থেকে অভিনেত্রী : কিংবদন্তি দিলারা জামানের জন্মদিন আজ

উল্লেখ্য, অভিনেত্রী দিলারা জামান আসছে ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করবেন। এবারে স্বাধীনতা দিবসে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের রচনায় অরুণ চৌধুরীর পরিচালনায় একটি মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেছেন। ‘নাটকটির নাম শেষ থেকে শুরু’। নাটকটি চ্যানেল আইয়ের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।