কচাঁ নদীতে জেলেদের নৌ র‌্যালি


প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৮ মার্চ ২০১৬

‌‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালি দিন’ এ শ্লোগানকে সামনে রেখে বলেশ্বর নদের শাখা উপজেলার চরখালী ফেরিঘাট সংলগ্ন কচাঁ নদীতে ঘণ্টাব্যাপি ছোটবড় প্রায় ৬০টি জেলেদের ট্রলারসহ এক নৌ র‌্যালি অনুুষ্ঠিত হয়েছে।

"
মঙ্গলবার বিকেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন উপলক্ষে শেষ দিনে ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে স্থানীয় চরখালী বিসমিল্লাহ চত্বরে এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নূরুল আলম।

"
উদ্বুদ্ধকরণ সভায় ভান্ডারিয়ার ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সরদার, জাতীয় পার্টি (জেপি) মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস, মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আবুল কালাম খান প্রমুখ।

"
পরে উপজেলার বোথলা জেলে অধ্যুষিত এলাকার স্কুলশিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

"
হাসান মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।